আত্মশুদ্ধির মাসটা আবার
এলো বছর ঘুরে,
কলব শুদ্ধ করতে মুমিন
পাপ থেকে রও দূরে।
রহমতেরই বর্ষা বইছে
সারা মাসটি ধরে,
ভালো কাজের কর্মে সদা
রোজায় যেন গড়ে।
চাঁদ উঠেছে সন্ধ্যাবেলায়
শুরু হবে সিয়াম,
লোভের চিন্তা বিনাশ করি
পূর্ণ করি কিয়াম।
পাড়া পড়শীর সাথে মোরা
হই বিনয়ী সকল!
পরিবারের সঙ্গ দিব
যতই আসুক ধকল।
ফরজ সালাত পালন হবে
নফল করি কিছু,
দান-সদকা গোপন করি
সত্যের পথে পিছু।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com