এক টুকরো অন্ধকার তোমার থেকে হাতিয়ে নিয়ে
রেখেছি ঠোঁটের ভেতরে
দ্রুত ছিঁড়ে যাচ্ছে রক্তমুখ
এ জন্ম মানে, আজীবন প্রখর উড়ান
আকাঙ্খিত অপরাধ কে ঢেকে রেখেছি
মুঠোতে সংসার দিয়ে
হাত থেকে তখন গড়িয়ে পড়ে সমাজ
দুটো ঠোঁট তখন তীব্র নিশানায়
সুস্বাদু ত্বক ছিঁড়ে ছিঁড়ে যায় পালকের মতন
লবনাক্ত চূড়ায় বসবাস
সমস্ত পাথুরে ক্ষত বিঁধিয়ে রাখবো নখরে
তোমাকে পাওয়ার নেশায়
বেঁচে থাকবে মনুষ্য জন্মের সকল ক্ষুধা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com