ভালো লোকে গর্তে পালায়
হয়ে যেনো ইঁদুর,
পাতি নেতার ভয়ে নাকি
পরে সবাই সিঁদুর।
বিড়াল গুলো বাঘের মতো
গোঁফ নেড়ে যে চলে,
ভয়ের চোটে বাঘ গুলো তাই
শিকল পরে গলে।
অমাবস্যায় চাঁদের আলো
উঁকি দিয়ে থাকে,
জোৎস্না মাখা রাতের তারা
যায় ছুটে যায় বাঁকে।
বাঘ ও মহিষ এক ঘাটেতে
জল খায় এখন বসে,
প্রীতি-নীতি অংক ছকে
হিসাবটা নেয় কষে।
যেই দেশেতে টাকা উড়ে
পিচঢালা এই পথে,
বিবেক গুলো কারাগারে
অন্ধ আবেগ রথে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com