তুমি আছো মিশে ধানের শীষে পুঁইয়ের লতায়
আছো তুমি ঘুম জাগরণে হৈচৈ নিরবতায়।
বুকে আছো সুখে আছো আছো কাব্য গানে
হিয়ায় আছো রক্তে আছো আছো কোটি প্রাণে।
আছো লতায় বেতস বনে আকাশ বাতাস জুড়ে
মেঘে আছো বর্ষায় আছো আছো যে রোদ্দুরে।
নদীর ঢেউ পথের বাঁকে ঘুঘু ডাকা ক্ষণে
ঝরনায় আছো বৃক্ষে আছো আছো কাব্যিক মনে।
আছো তারায় গোলাপ চারায় চন্দ্রে মিশো থাকো
সমস্তদিন রাত্রি প্রহর হাতছানিতে ডাকো।
হাওয়ায় আছো ছায়ায় আছো আছো দিঘি জলে
বাংলা আমার মা জননী তোমার কথাই বলে।
তুমি যেন রবিব কিরণ মিষ্টি সুরের আওয়াজ
দাবী দাওয়া পরম পাওয়া হাজার কুচকাওয়াজ।
তুমি মানে পথচলা বাধার সাঁকো চুর
মিশো আছো অস্থিমজ্জায় পিতা মুজিবুর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com