বিজ্ঞান ও ভগবান
দুটোই হলো বিপরীত
সূর্য পৃথিবী চাঁদ এক সরলরেখায়
মানুষ তাকে গ্রহণ বলে ভাই।
যদিও তিনি ছিলেন একনিষ্ঠ
বিজ্ঞান তার ধ্যান জ্ঞান
খোল করতাল বাজিয়ে কেন
ওরা কেন করে গঙ্গা স্নান ?
অন্ধ কুসংস্কার যখন
আমাদের সমাজ মেনে নেয়
দেবতুল্য এমন মানুষ
ভেঙ্গে দেয় সব ভুল।
রসায়নের ছাত্র তিনি,শিক্ষক রসায়নের
তিনি বলেন বানিজ্য বসতে লক্ষ্মী
বেঙ্গল কেমিক্যাল হলো তার সৃষ্টি
ব্যাবসায়ী তিনি হলেন, ব্যাবসা শেখালেন ।
জন্ম হলো পূর্ববঙ্গে, আসলেন এদেশে
আচার্য তিনি নাম প্রফুল্ল চন্দ্র
আজকে তার জন্মদিনে, জানাই প্রণাম তাকে
বিজ্ঞানী তিনি শুধু নন, পথপ্রদর্শক ও প্রণম্য।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com