আচমকা ছুঁয়ে দিলে মন
তোমার পরশ মেখে,
মানে না কোনো বারণ
স্বপ্ন যায় এঁকে।।
আঁকে সুন্দর আগামীর ছবি
তোমায় সাথে নিয়া,
আঁধারে উঠিল আলোর রবি
তোমার কারণে প্রিয়া।।
আছো তুমি থেকো চুমি
জনম জনম ধরে,
আগলে রেখো যতন করি
তোমার মতন করে।।
যেওনা ছেড়ে দূরে বহুদূরে
সর্বদা থেকো কাছে,
হারালে কখনও কালের চক্করে-
আচমকা এসো পাশে।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com