আচমকা ওই ভালোবাসা
মনের কোণে আছে,
অতীত প্রেমের স্মৃতিগুলো
শুধুই জমা কাছে।
হঠাৎ করেই যেমন বৃষ্টি
ভিজিয়ে দেয় ভূমি,
তেমন করে আচমকাতেই
এসে ছিলে তুমি।
অনেক কিছু বললে সেদিন
নিরব ভাবে চেয়ে,
প্রেম সাগরে ভাসলো হৃদয়
তোমার দেখা পেয়ে।
আকাশ দেখে চাঁদনী রাতে
তোমায় ভাবতে থাকা,
এক ফালি মেঘ উড়ে এলে
পড়ল স্বপ্ন ঢাকা।
কোথায় গেলে হারিয়ে আজ
মনটা হরণ করে,
পথের পানে রইলাম চেয়ে
কতো জনম ধরে!
কোথায় পাবো খুঁজে তোমায়
কোন্ অচেনা ভিড়ে!
রাখতাম ধরে মন মাজারে
আসতে যদি ফিরে।
আসবে কবে আবার তুমি
শূন্য হৃদয় মাঝে,
বলব সেদিন মনের কথা
থাকি যতই লাজে!