কষ্ট লাগে আগষ্ট এলে
নষ্ট মনেহয় সব,
কেউ কি মারে নিজের পিতার
এ যে বিশ্বসেরা পাপ!
শোকের মাস দু:খের মাস
স্মরণে পিতার মুখ,
শত্রুর বুলেটে ঝাঁঝরা হলো
জাতির পিতার বুক!
মহাননেতার মহাপ্রস্থান
এমন হওয়ার নয়,
লজ্জা লাগে বাঙালির
দিতে আত্মপরিচয়!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com