চোখে মুখে হাসি খুশি ঐ খোকা চলল
নেচে গেয়ে সব পেয়ে নানা কথা বলল,
আগডুম বাগডুম কতো কথা জানে যে
চাঁদ ওঠা মুখে তার চেয়ে থাকি পানে যে।
বল পায়ে বল দিয়ে মারে জোরে বল যে,
গোল দেয় বোল দেয় কতো কতো কল যে,
পায়ে পায়ে খেলে খোকা চেয়ে থাকে দেশটা
জয় পেতে জয় নিতে করে খোকা চেষ্টা।
জয় পেলে ভয় যায় মুখে ফোটে হাসি যে,
ফুল সম সেই মুখ কতো ভালোবাসি যে,
আমাদের সেই খোকা আছে কতো দূরে যে
ভাবি যবে সেই মুখ মন শুধ পুড়ে যে।