আজ বুধবার (৪ সেপ্টেম্বর) পবিত্র আখেরি চাহার শোম্বা, যা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রোগমুক্তি দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জোহর আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. বশিরুল আলম। এছাড়া আলোচক হিসেবে থাকবেন মাদারীপুরের টেকেরহাটের পীরসাহেব হযরত মাওলানা মো. কামরুল ইসলাম সাঈদ আনসারী। এই আয়োজনে মহানবী (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ন এই ঘটনার তাৎপর্য তুলে ধরা হবে এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
আখেরি চাহার শোম্বা একটি ফারসি শব্দমালা, যার অর্থ ‘শেষ চতুর্থ বুধবার’। প্রতিবছর হিজরি সালের সফর মাসের শেষ বুধবার অনেক মুসলিম এই দিনটিকে উদযাপন করে থাকেন। ইতিহাস অনুসারে, এই দিন মহানবী (সা.) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন। সেই আনন্দে সাহাবিরা দান-খয়রাত ও শুকরিয়া আদায় করেন এবং এটি শুকরিয়া দিবস হিসেবে পালিত হতে থাকে।
মহানবী (সা.)-এর সুস্থ হওয়ার দিনটি ছিল সফর মাসের শেষ বুধবার। সেই দিন মহানবী (সা.) শেষবারের মতো গোসল করে নামাজে ইমামতি করেন। সাহাবিরা তাঁর সুস্থতার খবরে উচ্ছ্বসিত হয়ে দান-খয়রাত করেন এবং বিভিন্ন উপায়ে শুকরিয়া আদায় করেন। তবে, পরের দিন মহানবী (সা.) আবার অসুস্থ হয়ে পড়েন এবং পরে রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেন।
আখেরি চাহার শোম্বার মূল তাৎপর্য হলো মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর সুস্থতার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। মুসলিমরা এ দিনে দোয়া, জিকির ও মোনাজাতের মাধ্যমে মহানবী (সা.)-এর স্মৃতিকে স্মরণ করে এবং নিজেদের জীবনেও এই শিক্ষা প্রয়োগের চেষ্টা করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com