প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৩, ১০:৩০ অপরাহ্ণ
আকাশের কোন শহর নেই
আকাশের কোন কবাট নেই, বাতায়ন নেই
মুঠো ভরা মাটি নেই,
আকাশের কোন শহর নেই।
দয়াময়ী স্রস্টার-আকাশে নিয়মিত আপন কথা জমা দেই।
ভালোবাসা দেই ভোরের আলোয়-
দোয়েলের ডাকে,
আকাশ আমাদের প্রার্থনা জমা রাখে।
আকাশের কাছে পর্বত সমান মেঘের ভেলা
জামিনে শস্যক্ষেত, মাঠ
পৃথিবীর প্রান্তরে -
সমবেত মেঘের ভেলা সঙ্গীত রূপে ঝরে
সতেজ নির্মল বায়ু সক্রিয় হয়ে অন্তরে ।
আকাশের আছে দু:খ, বিষাদের পাহাড়
আছে আনন্দ, তৃপ্তির মহাসমুদ্র
সয়ে যায় অন্যায় কিছু মিথ্যে অভিমান
সয়ে যায়, কন্নায় বিষাদসিন্ধু।
সূর্যের উত্তাপে সমুদ্রের জলে আকাশ ভরে,
সব ভালোবাসা তাই ছড়িয়ে আকাশের তরে।
ভালোবাসা দিয়ে আকাশ ধুয়ো মাখে
আকাশ আমাদের প্রার্থনা জমা রাখে
আকাশের কোন শহর নেই,
রাত্রিতে রোদ্দুর উড়িয়ে দেই।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com