মাসজিদুল আকসা। আমাদের প্রথম কিবলা। আমাদের হৃদজমিনে গাঁথা শ্রেষ্ঠ নাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র মেরাজ গমনের মাধ্যম, বোরাকের প্রথম স্টেশন। পাশাপাশি অন্যান্য নবীগণের হাজারো স্মৃতি বিজড়িত একটি পবিত্রতম স্থান। সেই মাসজিদুল আকসাই ফিলিস্তিনে অবস্থিত।ফিলিস্তিন। যে জায়গাটির নাম শুনলেই যেনো চোখের সামনে ভেসে ওঠে কতো শত মুসলিম নির্যাতিত মা-বোনদের করুণ মুখ। বাবা-ভাইদের বীরত্বগাথা অথবা রক্তে মাখামাখি হয়ে থাকা জান্নাতী দেহাবয়ব। যেখানকার মায়েরা সন্তান জন্ম দেন রবের দুশমনদের প্রাণ ছিনিয়ে আনার জন্যে, না হয় তাঁর রাহে প্রাণ বিলিয়ে দেওয়ার জন্যে। ছোট্র অবুঝ শিশু সন্তানেরাও মা-দাদিদের কাছ থেকে বাবা-ভাই-চাচাদের উপড় কিংবা মা-বোনদের উপড়ই নির্মম-নিষ্ঠুর নির্যাতনের বেদনাদয়ক বর্ণনা অথবা নিজেদের দেশ, নিজেদের ভূমি কেড়ে নেওয়ার বেদনাদায়ক শোকগাথা শোনে, জীবনের লক্ষ্য বানিয়ে ফেলে জালিমদের থেকে প্রতিশোধ গ্রহণ। বুকভরা সাহস নিয়ে মাঠে-ঘাটে-যুদ্ধক্ষেত্রে যবানে ফুটায় একটি চরণ— ‘বিররুহি বিদ্দাম, নাফদীকা ইয়া ফিলিস্তিন ’
— রক্ত লাগবে রক্ত দেবো, প্রয়োজনে জীবনটাই বিলিয়ে দেবো তোমার জন্য, হে ফিলিস্তিন! হ্যাঁ সেই জায়গাটিই ফিলিস্তিন। আকসা কিংবা ফিলিস্তিন— আমাদের হৃদয়ের সজ্জিত ভালোবাসার কোঠায় যার স্থান। যার সাথে জড়িত আমাদের ইতিহাস-ঐতিহ্যের অনেক জানা-অজানা বিষয়। ভালো থাকুক নিত্য আমাদের আকসা, ফিলিস্তিন এবং ফিলিস্তিনী ভাই-বোনেরা— এটাই হৃদয়ের পরম চাওয়া। রব কবুল করুন! আমীন!