আজকাল আমার আঁধার ভালো লাগে
রাতের গভীর নীরবতায় আমি প্রশান্তি খুঁজি।
দিনের আলো এবং কোলাহল
সবকিছুর প্রতি এক বিতৃষ্ণা চলে এসেছে!
মাঝেমাঝে জীবনকেও আমার অসহ্য মনে হয়
মহাকালের পথে যাবার ইচ্ছে জাগে।
এ পৃথিবীর সবকিছুকে মনে হয় স্বার্থপর
মানুষ, পশুপাখি, এমনকি ধুলোবালিও!
অন্ধকারের প্রতি আকর্ষণ থেকে
মৃত্যুকে এখন আমার শান্তির প্রতীক মনে হয়,
যা হবে আমার অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিসমাপ্তি
অথবা এক দীর্ঘশ্বাসের মুক্তি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com