আমি এক ছড়াকার
ধারি নাকো কারো ধার
ওটাই বৈশিষ্ট আমার
তুলনা?কে আছে আবার!
অহংকারী অতি মাত্রাই
ত্রিশূল সবারে হাকাই
কথায় মারি প্যাঁচ খালি
আমি এক কুবুদ্ধির ডালি।
বই করি নাই যদিও
একটাও আজ অবধিও
কথায় পারে না কেহ
প্রকাশকরা করে অতি স্নেহ।
খাতিরতো আর কম করিনা!
আমি যদিও নই কারিনা
ঠাঁটফাঁট বেশিই আছে
যে যা বলুক পাছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com