অবৈধ অস্ত্র উদ্ধারে বুধবার থেকে যৌথ অভিযান শুরু হচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এসব অস্ত্র মঙ্গলবারের মধ্যে জমা দিতে বলা হয়েছে, অন্যথায় এগুলো অবৈধ হবে। ঢাকায় ৪,৫০০-এর বেশি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র রয়েছে, যা থানায় জমা দিতে হবে। দেশে প্রায় ৫০ হাজার বৈধ অস্ত্র রয়েছে, যার দুই-তৃতীয়াংশ বিগত ১৫ বছরে দেয়া হয়েছে। ২০২৩ সালে ৮ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং রাজনৈতিক বিবেচনায় দেয়া লাইসেন্স নিয়ন্ত্রণের জন্য এসব উদ্যোগ নেয়া হয়েছে।