গোটা এই বিশ্ব সমাজ
ভীষণ..ভীষণ ভাবে অসুস্থ আজ
সবার রুগ্ন দেহ মন,
মানবিক হীনতায়
অমানবিকতার বাসা বেঁধেছে মনে
হয়েছে রোগগ্রস্ত,
তাইতো সমাজে ঘটছে বিপর্যয়
সমাজ হচ্ছে বিপর্যস্ত।
এই গোটা বিশ্ব সমাজ নিয়ে
ভীষণ উদ্বিগ্ন উৎকন্ঠায় আজ যে
দিন কাটাচ্ছে অনেকেই
মানুষ অসাম্প্রদায়িকতা ভুলে
হিংসা প্রতিহিংসার ক্রোধে
জড়াচ্ছে সামপ্রদায়িকতার কোন্দলে
কি করে হিংসাত্মক মনোভাবের
এই অতল গহ্বর থেকে
টেনে আনবে এদেরকে তুলে
গড়ে তুলবে বৈষম্যহীন
অসাম্যের শান্তিময় সাম্যের সমাজ?
ফিরাবে মনুষ্য বিবেক
ভিন্ন ধর্ম জাত কুলের বৈরিতায়
উঠবে না কেউ রক্তক্ষয়ী যুদ্ধে মেতে
সুখে শান্তিতে থাকবে সকলে
যখন ভাববে মানুষ এক অভিন্ন জাতী
তবেই তো মানুষ হবে সুস্থ,
যখন জাত, উঁচু, নিচু বাচবিচার হীন
ভালোবাসা দয়া মায়া পাবে
সব জাতের সব শ্রেণীর মানুষজন
মজলুম নিপীড়িত দুঃস্থ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com