দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
সারাদেশে আগুন,
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে
রয় না হয়ে ফাগুন।
সমীরণে অনল দহন
গরীবের আজ মরণ,
নেত্রজলে করে রোদন
নাহি তাদের স্মরণ?
দিনাতিপাত করে নিত্য
জোটায় কিছু খাবার,
ব্যবসায়ী সিন্ডিকেটে
লুটে নিচ্ছে আবার।
সব জিনিসের মূল্যবৃদ্ধি
পেঁয়াজ নিয়ে নাটক,
অসাধু সব ব্যবসায়ী
হচ্ছে তারা আটক।
চাটুকারি তোষামোদে
আছে কতো ঘটক,
হরহামেশাই ছাড়পত্র’তে
খুলে জেলের ফটক।