অসহায়ত্ব মানুষকে কুঁকড়ে দেয়
ভেঙ্গে দেয় বুকের পাঁজর
কি যে! যন্ত্রণা সেই
বেঁচে থাকার আশে মরিয়া কাতর।
সমব্যথি খোঁজে ক্লান্ত হৃদয়
ভরসার স্থান সংকুচিত ক্রমশ
নেতিয়ে যায় ঝরা ফুলের মত
ভেতরে চলে বেদনার হাসফাস।
সম্ভ্রান্ত হয়েও নতজানু আত্মা
বিলাপ করে কাঁদে নির্জনে
কি চলে দিনেরাতে প্রায়শ্চিত্ত
জানে ভুক্তভোগী বিজনে।