হায় এ পিরিতি বধূ কাননের পুষ্প মধু
ভ্রমরী খুঁজে আপন মনে
পুলকিত হিয়া যার কণ্ঠে মালতির হার
কে তুমি মিশেছ তার সনে??
কি করে আজ পশিলে মন আসনে বসিলে
কহিয়া যাও গো সখি মোরে
মায়ামাখা চোখে তুমি হৃদয়ে রহিলে চুমি
তৃষ্ণার জলে নিজেরে পুরে
কখন মন হরিলে পথের পানে পড়িলে
তুমি বিনোদিনী এলোকেশী
গোপনে তাকিয়ে দেখি নীলাভ চঞ্চলা আঁখি
বাধিলো প্রাণে প্রীতি আবেশি
ঝুড়িতে শিউলি ফুল পায়েতে মাড়িয়ে ভুল
পাতো সংসার মায়ার জালে
পাখির মতন একা মিথ্যার হয় না দেখা
বসে ঐ তরুর মগ ডালে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com