নীরবে পথ চলা
মুখ বুজে কথা বলা
লুকিয়ে রাখা ভালোবাসা
আর খুব কাছে না আসা
সবই যে অর্থহীন।
গোপনে গোপনে হাসি
অল্প কিংবা বেশি
না পাওয়ার যত বেদনা
মিথ্যে সব কল্পনা
সবই যে অর্থহীন৷
কথা দিয়ে সেটা না-রাখা
কাদাজল অশ্রু মাখা
বেহিসাবি চলাফেরা
সত্যরা প্রাচীর ঘেরা
সবই যে অর্থহীন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com