তুমি অভিশাপ দাও যদি মা
কোন, কষ্ট নিয়ে মনে…
তোমার সন্তান জ্বলবে তবে যে
দোযখের আগুনে, মাগো..
দোজখের আগুনে।
আমার দেওয়া কষ্ট মনেতে
রেখো না মা জমা,
তুমি, মন থেকে সন্তানেরি
মা, করে দাও ক্ষমা।
আমি মুক্তি যেনো পাই মাগো
কেয়ামতের দিনে।
দোযখের ঐ আগুন মাগো
সইবো কেমন করে?
তোমার ক্ষমা না পেয়ে মা
আমি, যায় যদি মরে?
আমি জ্বললে সইতে কি মা
পারবে তুমি প্রাণে?
তোমার মনে ব্যথা দিয়ে মা
করেছি মহা পাপ,
মন থেকে মা সন্তান-টিকে
করো তুমি মাফ।
ক্ষমা করে ঠাঁই দাও তোমার
মা, মমতার বাঁধনে।