চুপচাপ চারিদিক
দেখছি অভিনয়,
এটাসেটা কতকিছু
আছে দেখার বিষয়!
টুকটাক তো শুনছি
বলছি তারচেয়ে কম,
কষছি হিসেবনিকেষ
বাড়ছে কি কমছে দাম!
লজ্জা লাগে কখনো
যা দেখি তা বলতে,
কান্না জোটে সত্তর
সত্যিটাও শুনতে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com