ভাবনা যখন প্রবল
থাকনা ভাবা বাদ,
কি হবে ভেবে অত
বন্ধ করি ভাবনার পথ!
মানুষ যখন নয় মানুষের
জংলী জানোয়ার ভালো,
ক্ষুধারপাতে হয় ষড়যন্ত্র
চলো না খেয়েই চলো!
পড়শি যখন বরশী হয়
আপন গলায় বিঁধে,
কি হবে আর খেয়ে বলো
থাকনা হাজার ক্ষিধে!
ভাবের জগৎ ভবে নয়
ওটা অনুভবের ছাই,
ভাবতে ভাবতে আমার
অভিজ্ঞতা এটাই!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com