বাংলাদেশে পুলিশের লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা থেকে এই অভিযান শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুলিশের লুণ্ঠিত অস্ত্র, জমা না দেওয়া স্থগিতকৃত অস্ত্র এবং অবৈধ অস্ত্রের কারবারি ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও র্যাব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর জানিয়েছে, গত ১৫ বছরে দেওয়া বেসামরিক আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দিতে বলা হয়। জমা না দেওয়া অস্ত্রকে অবৈধ হিসেবে গণ্য করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।