প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৪, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৩, ১১:০৬ অপরাহ্ণ
অবাক চোখে
বাদল বেলা গাঁয়ের পথে
এলোকেশী কন্যা,
যাচ্ছে যেমন দেখতে লাগে
কালো মেঘের বন্যা।
সাদা কাশের ফুলে যেমন
নদীর কূলে দোলে,
শুভ্র তাহার শাড়ি খানি
হাওয়ার পালে ফোলে।
মেঘের পানে কী-যে দেখে
অবাক করা চোখে,
নদীর মতোই বক্র সে-যে
দেখে পাগল লোকে।
নদীর জলে কলসি ভরে
রোজ-ই দুপুর বেলা,
রূপের পাগল নাউয়ের মাঝি
হর্ষে করে খেলা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com