ক্ষুদ্র আমি,
নই যে দামি!
যাই গো ভেসে
জ্ঞানের দেশে।
কোন কারিগর?
গড়লো এ ঘর!
নাই যে খুঁটি,
যেথায় ছুটি।
ভর্তি থালা-
তারার মালা।
সন্ধ্যাকাশে
সুুখে হাসে।
রবি ওঠে
পৃথ্বী পটে
দিনে আলো
রাতে কালো।
কার ইশারায়?
মন জানে তায়
কে ওই নামি?
অন্তর্যামী।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com