অবরোধে নেই বেচা কেনা
হাত গুটে আছে বসে,
সংসার চলবে কেমন করে
বাজারের হিসেব কষে।
নিত্যপণ্যের মূল্য ছুটছে
যেন পাগলা ঘোড়া,
দিন মজুরে বুঝায় কে তা
দিয়ে যুক্তি খোড়া ?
ক্ষুধা পেটে রাজনীতির চাল
বুঝ আসে না জ্ঞানে,
খেয়ে পড়ে বেঁচে থাকার
সহজ হিসেব বিনে।
কর্তাদের সমীপে আরজ
করে দুই হাত জোড়,
মানুষের কথা ভেবে যেন
কাটে তাদের ঘোর।
দোষারোপের রীতি ছেড়ে
মান অভিমান ভুলে,
সমাধানের সীমান্ত দ্বার
দ্রুত দেয় যেন খোলে।