তুমি আমাকে লক্ষ্য করে
তোমার যুগল মায়াবী লোচনের যে দৃষ্টি
আমার দিকে নিক্ষেপ করেছ
তোমার ঐ মায়াময় বদনের
সুগভীর মায়াবী লোচনের তীক্ষ্ণ দৃষ্টি দেখে
আমি যে নির্বাক হয়ে
বলা যায় নিস্তব্ধ একেবারে অসাড়ের মত
ঠাঁই মূর্তিমান সাদৃশ্য ন্যায়
শুধু একবার নয়, বিশ্বাস করো.. বহুবার...
বহুবার অনেকক্ষণ পর্যন্ত...
হ্যাঁ.. সত্যিই বহুবার পর্যবেক্ষণ করেছি,
আর পলকহীন নয়নে
আমি তা- বারবার পড়ে দেখেছি।
কিন্তু না.. বিশ্বাস করো বন্ধু...
সত্যিই এ যেনো একেবারে অবিশ্বাস্য
ঐ আঁখির তারায় যে ভাষা খুঁজে পেয়েছি,
তাতে তো কোন ছলনা খুঁজে পাইনি
হ্যাঁ.. তাতে কেবল আমার জন্য
তোমার মনে অফুরন্ত ভালোবাসা দেখেছি।
জানো.. মেলেনা.. একদম মেলেনা..
তোমার মুখের কথা আর চাহুনির মধ্যে
কত্ত ব্যবধান কত্ত পার্থক্য
বহু চেষ্টা করেছি এক-একে দুইয়ে মিলাতে
কিন্তু সত্যিই আমি পারিনি...
বন্ধু, তবে কি তোমার মুখের আর তোমার
অন্তরের কথা সম্পূর্ণ ভিন্ন ছিল?
হয়তো তাই, আজ তা-বেশ বুঝতে পারছি
তোমার মুখে বলা মনের কথা ছিলনা
তোমার ঐ মুখের কথায় বুঝি একরাশ শুধু
অনুরাগ অভিমান ভরা ছিলো?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com