আমি, সুখ বিসার্জন দিয়ে
অন্তর ভরা জ্বালা নিয়ে।
ধুকে ধুকে আজও ভবে বেঁচে আছি,
কষ্টটাকে আপন করে
জীবন থেকে বহু দূরে।
আমি, রয়েছি আজ মৃত্যুর প্রায়
অতি কাছা কাছি।
আমার জীবন আয়ু কখন
যাবে যে ফুরায়,
তার তো কোন দিন তারিখ
আমার জানা নাই।
শুধু, নিজের কাছে মনে হয় আজ
আমি, কবরের বাসিন্দা যেন
আজ, হয়ে গেছি।।
আজ, প্রাণহীন আমার যেন
এই দেহ খাঁচা,
না মরে-ও যে মরার মতন
আজ আমার বাঁচা।
কেউ, কখনো তো বোঝেনা মোর
আমি, কত ব্যথা বুকের মধ্যে
লুকায় রেখেছি।