তোমরা কেউ বলো না…
না..বলো না…কভু বলো না,…
প্রেম মানে শুধু জ্বালা,
আমি প্রেম অনলে জ্বলেজ্বলে
অন্তরটাকে করে কালা,
আজ, অবশেষে পরেছি যে
গলেতে সুখের মালা।।
ভীষণ জ্বালা নিয়ে এখন
করি আমি খেলা,
রাতে দিনে যখন তখন
বেলা অবেলা।।
জ্বালা তাই আজ বলে দেখে
ওর থেকে সব পালা।।
আমার অন্তর অগ্নি জ্বলা
একটা দগ্ধ চুলা,
গিলতে পারে যন্ত্রণার তাই
যতো অগ্নি গুলা।।
দু:খ সাগরের মাঝি হয়েই
ভাসাইছি যে ভেলা।।