আসিবো না ফিরে তোমাদের ভীড়ে
চলে যাবো বহু দূর,
ডাকিছে আমায় যেন অজানায়
বাজিয়ে করুণ সুর!
জগতের মায়া ভাসিছে অনেক কায়া
স্বজনের প্রিয় মুখ,
নয়নের জলে ভাসি পলে পলে
যাতনা সহেছে বুক!
জীবনের রবে তোমাদের সবে
কতো না দিয়েছি জ্বালা !
যৌবন রাগে জয় নিয়ে ভাগে
সহাসে পরেছি মালা।
নাই ভালো কাজ লাগে তাই লাজ
জাগিছে ব্যথার ঢেউ,
পরপার মাঝে আঁধারের রাজে
থাকিবে না পাশে কেউ।
তোমাদের কাছে মন শুধু যাচে
করিও আমাকে ক্ষমা,
রাখিও না শাপে পুড়িবো যে তাপে
ঘনীভূত হবে অমা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com