দেওয়া মন কি আর ফিরিয়ে নেওয়া যায়
শুধু অনুভূতির পাণ্ডুলিপি আপ্লূত হয়।
মাটির খাঁচায় সে বন্দী পাখির মতো
বিষাক্ত আর্তনাদ আর ছটফট করে
পরাধীনতার শিকলে বাঁধা মন যত।
ইচ্ছে হলেই যে নিজেকে সড়িয়ে নিয়ে
মুক্ত পাখির মতো উড়ে বেড়ানো যায় না
বারবার দেওয়া মন পিছু হাতছানি দেয়,
বিষাদ অসহায় নিরব যন্ত্রণার মাঝে আর
কিছু স্মৃতি নিয়ে বেদনার সাথে বসতি
প্রতিটা মুহূর্তে যেন একটু স্বস্তির আকুতি।
আবেগের কাছে নিজেকে শূন্য মনে হয়
শুধু যেন মায়া মমতার চাদরে মুড়ানো মন
নিঃসঙ্গতার আঁধার নেমে আসে পরক্ষণে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com