স্রোতস্বিনী নদী বয়ে চলে অবিরাম,
ঘড়ির কাঁটার নেই কোনো বিরাম।
নদী নিশ্চিহ্ন যেদিন গতি হারায়,
জীবনও ঝরাপাতা মতন ভাবায়।
থমকে যাওয়া মানে মৃত্যুর সমান।
নিয়ম ও সময়ের সদা থাকে অসমান।
আশা আকাঙ্খা যায় অতৃপ্তি রয়ে,
রঙেতে রাঙাবার আগেই যায় সয়ে।
ঝরাপাতা মতন মরুভূমির প্রান্তরে,
ঢাকা পরে যায় সেগুলো ধূলিঝড়ে।