স্বামী-স্ত্রী ভালোবাসা অনন্ত প্রেম
একই বাঁধনের ডোরাকাটা বদ্ধ ফ্রেম।
সংসার সুখের হয় রমনীর গুনে
প্রেম বেঁধে রাখে আমায় তোমারি মনে।
স্বপ্নের গহরে আছো প্রিয়সিনী
ছড়িয়ে দিয়ে যাও তুমি সুবাসিনী।
অনন্ত ভালোবাসা ভেসে আসে স্বর্গতে
হুর পরীদের আনাগোনা এই জগতে।
আদমের একাকীত্ব পূরণ হয়েছে
হাওয়ার আগমনে হতাশা দূরে রয়েছে।
মান অভিমান দুজনের হবে ঘরেতে
তুমি আমি ছাড়া জানবে না পরেতে।
প্রেম প্রেম অনুভূতি ভালো লাগে মোর
তোমার ছোঁয়ায় কাপুনিতে উঠেছে জ্বর।
কাছে থেকো প্রতিক্ষণ যাবে না যে আর
প্রভুর কাছে চেয়ে নিলাম কিছুক্ষণের দার।
অনন্ত প্রেমে বন্ধনে কেটে যাবে আধার
ছিলো যেমন অতীতের ইউসুফ জুলেখার।
প্রেম-ভালোবাসা স্বর্গীয় বরদান
অনন্ত প্রেম জগৎ আছে যত চলমান।