আমি যে অচিন দেশের পাখি…
আমি এক অচিন দেশের পাখি।
মানুষ রূপে এখন এই পৃথিবীতে থাকি,
মাটির এই, পৃথিবীতে থাকি।
আমার, ডাক পড়িবে যেদিন আবার
আমি, চলে যাবো আবার সেদিন
এ ভবে সবকিছু রাখি।
যেদিন আমার ডাক পড়িবে…
যাবো সেদিন চলে….
ঐ,আল্লাহ নামটি দিলে রেখে
নূরের পেখম মেলে।
আর, সেদিন থেকে শুনবেনা কেউ
আমার কন্ঠের মিষ্টি এ সূর
যে,সুমধুর মিষ্টি সূরের কন্ঠে আমি
আজকে সবার ডাকি…।
অনন্তকাল হেথায় কি আর
থাকতে আমি পারি…?
অচিন দেশের অচিন পুরে যে
আমার আসল বাড়ি।
তাই আমার, মনে বড় বাসনা জাগে..
দুটি, আঁখি বন্ধ করে পাখি
উড়ে যাওয়ার আগে..
আমি, কিছু স্মৃতি জগৎ মাঝে
যেতে চাই যে রাখি….।