চুষি হাতে শিশু
আনন্দে দিন গনে
ভালোই সময় কাটে।
বাবা – মার আদর, প্রতিবেশীর ভালোবাসা
হঠাৎ একদিন গৃহত্যাগী বাবা
গৃহদাহ শুরু।
শোনা যায়, যুদ্ধ বেঁধেছে
অঙ্গার তাঁর মনে
সম্ভোগ ভুলে যায়।
ইশারা পেয়েছে মানবতার,
অভিনন্দন, আরও এক সংগ্রাম।
সতীত্ব মা, আপ্রাণ চেষ্টা করে বাঁচবার
উৎপীড়ন চলে – নগ্ন, অসংযত।
চুষি হাতে শিশু বড় হয়
কোদাল ধরে, খাটুনি খাটে
খাপছাড়া জীবন।
বাবা ও এক সময় ফিরে আসে
আদালতের হুকুমনাম মাথায়।