হাড় কাঁপানো শীতের কাছে বন্দি হয়ে আছে সকল জনসাধারণ
শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করছে সবাই,
কেউবা গরম কাপড় গায়ে জড়িয়েছে শীতকে পরাভূত করতে
কেউবা গরম কাপড়ের অভাবে প্রতীক্ষা করছে ভোরের সূর্যের উত্তাপের।
সেই আশাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে সূর্যকে ঢেকে রাখছে নিষ্ঠুর ঘন কুয়াশা
শীত কুয়াশার সাথে তাল মিলিয়েছে উত্তরের প্রবাহিত ঝিরঝিরে হাওয়া,
শীতের কষ্ট সইতে না পেরে নিঃস্বের হৃদয়ে বাজছে বিরহের সুর।
জিহ্বা বের করে বিরামহীন কাঁপছে বাড়ির পাহারাদার কুকুর
কণ্ঠ রোধ হয়েছে ভোর রাতে উচ্চ স্বরে ডাক দেওয়া মোরগের
পানকৌড়ি সাহস পাচ্ছে না মাছ শিকারের জন্য জলে ডুব দিতে,
সবার একটাই চাওয়া কখন বিদায় নিবে হাড় কাঁপানো শীত
শীতের কাছে বন্দি জীবনে ফিরে আসবে উচ্ছ্বাস উদ্দীপনা।