মন আকাশে রঙ লেগেছে
রং তুলিতে তুল ;
হৃদ-গহীনে সাজ বাহারির
ফুটছে শতেক ফুল।
জ্ঞান পিপাসার তৃপ্তি নিতে
উজল করা প্রাণ ;
সকাল-সাঁঝে গেয়ে চলে
বিদ্যা আলোর গান ।
নীল সুতোতে স্বপ্নঘুড়ি
যায় উড়ে যায় দূর ;
বিলাপ করা স্বপ্নবিলাস
খুঁজছে নতুন সুর ।
রঙিন করা তৃপ্ত ছায়ায়
স্বপ্নগুলোর ফাঁদ ;
মানুষ সাজার, মানুষ হবার
ইচ্ছেমালার স্বাদ ।