সবুজ গাঁয়ে সোনার কন্যা
মুখ ভরা তার হাসি,
রূপে গুণে যেন অনন্যা
তারেই ভালোবাসি।
লম্বা কালো কেশ তার
গালে যে পড়ে তুল,
কপালে তার নীল টিপ
কানে সোনার দুল।
হরিণ কালো চোখ তার
শ্যামলা বর্ণ রূপ,
দেখলে তারে মন হারায়
ক্যামনে থাকি চুপ।
গাঁয়ের পথে হেঁটে যায়
কোমর হেলেদুলে,
সোনার কন্যার মিষ্টি হাসি
গোলাপ বাঁধা চুলে।