নগরে নগরে বহিছে জোয়ার
কর্মের যাত্রায়।
শিল্প বিল্পের বাণিজ্য ঘটছে
বেকারত্বের তাড়নায়।
উন্নতি হচ্ছে নাকি? ধীরে ধীরে
নগরে পরিণত হচ্ছে নাকি? সমাজ।
তবুও বেকারত্ব কমছে না তো ভাই
পিছু টানে যে দুর্নীতিযুক্ত সমাজ।
সত্যি কথা বলতে!
রাঘব বোয়াল আছে কিছু
সমাজের উচ্চ চেয়ারে বসে
শাহবাগ ঢাকা।
বেকারত্ব ঘোচাবার ফাঁদে ফেলে তাই
ভুক্তভোগীদের থেকে হাতিয়ে নিচ্ছে
মোটা অংকের টাকা।
বেকারত্ব কমছে না তাই
আছে উচ্চ চেয়ারে সব অযোগ্য প্রার্থী বসে
প্রশ্ন জাগেনা কি মনে?
রানা প্লাজা কেনো পড়ছে ধসে।
প্রশ্ন জাগেনা কি মনে?
দুর্ঘটনা রোডে ঘাটে কেনো এতো ঘটছে
দু-মাস যেতে না যেতে
মহাসড়কের পিচ কেনো এতো উঠছে।
প্রশ্ন জাগেনা কি মনে?
পাঁচ বছরের সামান্য চেয়ারম্যান কিভাবে?
লক্ষ টাকার গাড়ি বাড়ি করে তলে তলে
কোটি টাকার বাজেট পাস হয় দেশে।
তাহলে কি কোটি টাকার বাজেট
আজ সব যাচ্ছে রসাতলে।
প্রশ্ন জাগেনা কি মনে?
যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র না পারি গড়তে
তাহলে পারবো না কোনদিন
সমৃদ্ধশালী দেশ গড়তে
আর হবে না কোনদিনও বেকারত্ব মুক্ত
যদি গড়তে না পারি শিক্ষার পাশাপাশি
স্কুল-কলেজে কারিগরি শিক্ষা যুক্ত।