যাদের শৈল্পিক হাতের ছোঁয়ায়
কালজয়ী কবিতা হয়ে যায়
পদ্মা-মেঘনা, ইয়াংসিকিয়াং, মিসিসিপির বুকে।
শিকাগোর হে মার্কেটের রক্ত শোঁকে
তাদেরই খোঁজে পাই
আইফেল টাওয়ারের নিচে
তাজমহলের শ্বেত পাথরের ভাঁজে।
আপন রক্তে কেনা শ্রমিক দিবস পেল না শ্রমিক
অথচ শোষণের মে দিবস পেল ঘাতক মালিক
এ কী নিয়তির উপহাস
নাকি ভাগ্যের নির্মম পরিহাস?