আয়রে নিসা আয়রে নাজু
আয়রে সায়মা কই,
ফাহিমা আজ দোকান দিছে
আছে তাতে বই।
কলা পাতার চালা দিছে
কলমি দিয়ে বেড়া,
সামনে দিছে বাঁশের কাঠি
কি চমৎকার ডেরা।
এক পাশেতে যাচ্ছে দেখা
কলমি ফুল ও মধু,
অন্য পাশে সারি সারি
কুমড়োলতা ও কদু।
কচুরিপানার ফুল রেখেছে
এক পাশেতে টবে,
কলমি ফুলটা দিয়ে নাকি
মাইক বাজানো হবে।
মাইক দিয়ে হাঁকছে খুকি
আয়রে ইয়ামিম আয়,
বাদাম পাতায় নুপুর করে
মিতু দিয়েছে পায়।