শরত এলো মেঘের ভেলায়
ঝিরিঝিরে বৃষ্টির খেলায়,
শুভ্র মনের আঁচল পেতে
আকাশ দেখি মুগ্ধতা গেঁথে,
আমার মনে দোলায় কাশবন
হিমেল হাওয়ায় নাচে শনশন,
চোখের কোণে আনন্দ খেলা
সাদা ভেলার কাশফুল মেলা,
শরতের রূপ বৈচিত্রে ভরা
নতুন করে সাজে এ ধরা,
কাশফুল আর মেঘ সাদা
মনের আঁচলে আনন্দ বাঁধা,
এমন রূপে সবাই পাগল
খুলে যায় মনের আগল।