এল খুশি নিয়ে শবে বরাত।
রান্নাবান্নার ধুম পড়েছে সকালবেলা।
কুরমা পোলাও ফিন্নি জর্দা
রাঁধতে রাঁধতে কাটছে সারাদিন।
কখন নিবেন আপনি আল্লাহ নবীর নাম।
কোন হাদিসে কোথায় আছে
ভালো ভালো খাওয়া।
যুক্তি ছাড়া তর্ক মিলেনা।
বছরে আসে একটি দিন।
পাপ-পুণ্যের হিসাব নিকাশ
নিয়ে গিয়ে মসজিদে বসি।
চতুর দিকে চেয়ে দেখো একটিবার।
ক’জনের ঘরে চলছে মজার মজার খাবার।
একা একা খাও মজাটা পাও।
এরচেয়ে সারারাত এবাদতে কাটুক।
পরকালের এবাদতে মশগুল থাকি।
এই রাত্রি হবে সবার ভাগ্য নির্ধারণ।