বনের মাঝে ভাবে বানর
যদি রাজা হতাম,
শাসন করে সদা সর্বদায়
হুকুম করে যেতাম।
হুকুম করেই সারাজীবন
করবো জীবন পার,
যেটা বলবো সেটায় হবে
উল্টাবেই কে আর।
গরম কালে রাখবো শুধু
হাওয়া করতে লোক,
সর্বদা সময়ে খেয়ে দেয়ে
করবো আমি ভোগ।
আরামে আয়েশে চলবো
থাকবো হাসি খুশি,
মনের খুশিতে সারাদিনে
মুখে থাকবে হাসি।
রাজা হওয়ার মনে মাঝে
আশায় খুবই থাকে,
লাফিয়ে লাফিয়ে বেড়ায
গাছের ডালের পথে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com