বছর ঘুরে আসলো ফিরে,
পবিত্র ঐ কুরবানি;
শিক্ষা তাতে সবার তরে,
ত্যাগ তিতিক্ষার হাতছানি।
খোদার তরে কোনবানী দাও,
প্রিয় আপন পশুটাকে;
তারি রক্তে ভাসিয়ে দাও,
মানব মনের পশুত্বটাকে।
মনের ভিতর পশুত্ব রেখে,
ছুরি দিয়ে, গাভী-দুম্বা-উটে;
রিয়া ইবাদাতে কি লাভ বল,
প্রভুতুষ্টি যদি নাহি ঝুটে।