জ্যৈষ্ঠ আনে ফলের বাহার
মধুমাখা এই মাস
রসের সব ছড়াছড়ি
মেটায় দেহের আঁশ।
আম জাম কাঁঠাল লিচু
জামরুল আনারস
পেয়ারা পেঁপে কলা নারিকেল
লেবু সফেদার বস।
গোলাপজাম কামরাঙা তরমুজ
ঢেউয়া গাব করমচা
আতা গাব লুকলুকি আর
ড্রাগন বাঙ্গি খেতে মজা।
ফলের মাস মধুময়
দেহে বাড়ায় বল
ছোট বড় সবে মিলে
খাব তাই ফল।