তুমি কাঁদবে..জানি কাঁদবে….
বন্ধু, একদিন জানি তুমি কাঁদবে।।
আজ, যেভাবে কাঁদি আমি…
একদিন, আমারি মতই তুমি
শুনে রাখো তুমি-ও কাঁদবে.।।
তোমার, ভাঙ্গবে যেদিন ভুল
সেদিন, পাবে না আর খুঁজে কুল।।
আবার, হয়তো সেদিন তুমি
এই, আমাকেই কাছে পেতে
সেদিন, নিজে থেকে আবারও
আমাকেই জানি তুমি সাধবে।।
সেই, কূল হারা ঢেউ তরঙ্গে
সেদিন, কেউ রবেনা তোমার সঙ্গে।।
কেঁদে কেঁদে দু, নয়ন জলে
নিজের, ভুল-টা বলে বলে
একাকিই শুধু বিলাপ করবে।।
তোমার, দুর্দিনের সেই না ক্ষনে
জানি, আমার কথায় পড়বে মনে।।
যখন, দু, নয়ন মেলে চতুর্দিকে
তুমি, পাবেনা কাউকে ডেকে…
আমাকেই জানি তখন খুঁজবে।।