ও বুলবুলিরে ও ফুলপরীরে
কসনা কথা ক্যান?
তোকে নিয়ে নীল আকাশে-
চালাই আমি ভালোবাসার ভ্যান।
ও বুলবুলিরে ও ফুলপরীরে
কসনা কথা ক্যান?
হৃদয়েতে কত আশা, তোকে নিয়ে ঘুরব একা
ওরে আমার ভালোবাসার জান,
তোকে নিয়ে হারিয়ে যার
তেপান্তরে রঙধনুর গ্রাম।
ও বুলবুলিরে ও ফুলপরীরে
কসনা কথা ক্যান?
তোর কারণে জ্বলে পুড়ে
আমার অবুঝ হৃদয় প্রাণ,
সুদূর থেকে ডাকি শুধু
গেয়ে ভালোবাসার গান।
ও বুলবুলিরে ও ফুলপরীরে
কসনা কথা ক্যান?