ঝড় চাই না
চাই না প্রচণ্ড তুফান
মৃদু-মন্দ বায়ে নবপল্লবে বাজুক
নিত্য নতুন গান।
কিন্তু যদি আমার লোকালয়ে জমে উঠে
নোংড়া আবর্জনার স্তুপ
বোশেখ তুমি দেখিও তোমার রুদ্র রূপ,
তোমার ব্জ্রতাপে পুড়িয়ে দিও
প্রবল ঝড়ে উড়িয়ে নিও
যত সব অবাঞ্চিত ময়লার গাদা
ধুয়ে মুছে করে দিও ধবধবে সাদা।
পুরাতন জীর্ণ শাখা ভেঙ্গে করে চুরমার
নতুন করে গড়ে দিও এ জনপদ আবার
নতুনের কেতন হাতে এসে বারবার।